অনিক শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ। রবিবার টঙ্গীবাড়ী থানা পুলিশের অভিযানে উপজেলার বেতকা ইউনিয়নে চর ঘরকুল গ্রামের বেপারীর বাড়ি সংলগ্ন খান ফাইবার কারেন্ট জালের আয়রন কারখানার ভিতর থেকে দুই হাজার পাউন্ড (৫০ বস্তা) অবৈধ কারেন্টজাল জব্দ করে।
স্থানীয়রা জানান- মুন্সীগঞ্জ জেলার পঞ্চসার জোড়া পুকুরপাড় গ্রামের মৃত আব্দুল রব বীরের ছেলে আ: মান্নান বীর এ অঞ্চলে অবৈধ কারেন্ট জাল তৈরি করছে। টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজিব খান জানান অবৈধ কারেন্ট জাল কারখানায় অভিযান চালিয়ে আ: মান্নান বীর’র খান ফাইবার কারেন্ট জালের আয়রন কারখানার ভিতর থেকে দুই হাজার পাউন্ড (৫০ বস্তা) অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।
কারেন্ট জাল নিজ দখল, হেফাজত ও মজুদ রাখার অপরাধ করায় তার বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানার ২টি কারেন্ট জালের মামলা সহ জেলার বিভিন্ন থানায় একাধিক কারেন্ট জালের মামলা রয়েছে।