জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী প্রায় ৫হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ছয় জন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে জ্বর, ঠান্ডা, মাথা ব্যাথা, চর্ম, যৌন, এলার্জি, বাত-ব্যাথা, এবং শিশু, কিশোর রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
মুন্সিগঞ্জ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. মনির হোসেন ফকির ও সমাজকর্মী মো. দানেশ খান এর সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত নাহিদা পারভীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ডাইফ এর উপমহাপরিদর্শক মোসাম্মত জুলিয়া জিয়াসমিন। আরো উপস্থিত ছিলেন, ওসমান মেলকার, নুরুজ্জামান দেওয়ান, কামরুল হাসান, মাহবুব আলম হাওলাদার, বাবু হাওলাদার প্রমূখ।