টঙ্গীবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আ’লীগ নেতাকর্মিরা এ অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম, বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটির সম্বনায়ক ও সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদল, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায়, টঙ্গীবাড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, বালিগাও ইউনিয়ন আ’লীগ সভাপতি আওলাদ হাওলাদার, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ধীপুর ইউনিয়ন আ’লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বেলায়ত শাহীন, আব্দুলাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. রহিম মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রিপন খান, পাঁচগাও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মিঠু মুন্সি, আব্দুলাহপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বাবর কবির, যশলং ইউনিয়ন আ’লীগ সভাপতি শরীফ তালুকদার, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ইয়াদ আলী মাদবর, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের যুবলীগ সভাপতি দর্পণ মাঝি প্রমুখ।