গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চেরাগআলীর বেপারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা যুগান্তরকে বলেন, বেপারিবাড়ির ওই গ্যাস লাইন থেকে বেশ কয়েক দিন ধরে বুদ বুদ করে গ্যাস বের হচ্ছিল। তিতাসকে জানানো হলেও কেউ কর্ণপাত করেননি।
টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এসকে তুহিন জানান, সকালে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ শুর করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষের লোক পাঠানো হয়েছে। এ ছাড়া টঙ্গী দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাইপ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।