English

29 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় অভিযোগ

- Advertisements -

জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক আর্জেন্টিনা সমর্থক। বুধবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান সরিষাবাড়ী থানায় ওই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ নভেম্বর) আর্জেন্টিনা দলের সমর্থকদের নিয়ে স্থানীয় যুবক মাসুদুর রহমান সরিষাবাড়ী পৌর এলাকার বিজেএমসি মসজিদ হতে ডাক বাংলো পর্যন্ত ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানান। গতকাল মঙ্গলবার বিকেলে ফুটবল বিশ্বকাপের সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা হেরে যাওয়ায় সন্ধ্যায় ব্রাজিল সমর্থকরা পৌর শহরে বিজয় মিছিল বের করে। বিজয় মিছিলের পর রাতের অন্ধকারে ব্রাজিল সমর্থকরা দুই জায়গায় আর্জেন্টিনার পতাকা ছিড়ে ফেলে।

আর্জেন্টিনা দলের সমর্থক মাসুদুর রহমান জানান, আর্জেন্টিনা দুই গোল খেয়ে হেরে যাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। আজ সকালে খবর পাই আর্জেন্টিনার পতাকা কে যেন ছিড়ে ফেলেছে। পতাকার সাথে খেলার কোনো সম্পর্ক নাই, আর্জেন্টিনা দলকে ভালোবেসে পতাকা লাগিয়েছিলাম। পতাকা ছিঁড়ে আমার কলিজায় আঘাত করেছে। আমি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি, প্রশাসনের কাছে অনুরোধ পতাকা যারা ছিঁড়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় সমর্থক মাসুদুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন