English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

চাচাশ্বশুরের সঙ্গে প্রেম, বিয়ের দাবিতে অনশনে পুত্রবধূ

- Advertisements -

নেত্রকোণার মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামে বিয়ের দাবিতে চাচাশ্বশুরের বাড়িতে পাঁচ দিন ধরে অনশনে বসেছেন পুত্রবধূ (২২)।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় পৌরসভার কাউন্সিলর হক্কু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পর্যন্ত ওই গ্রামে দিলু মিয়ার বাড়িতে অবস্থান করছেন তিনি।

অভিযুক্ত ব্যক্তি পৌরসভার বাড়িভাদেরা গ্রামের তৈয়ব আলীর ছেলে দিলু মিয়া।

স্থানীয়রা জানান, ৪ বছর আগে ওই পুত্রবধূর পৌরসভার বাড়িভাদেরা গ্রামের দুলাল মিয়ার ছেলে রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। রুহুল আমিনের সঙ্গে দেখা করতে প্রতিবেশী দিলু মিয়া প্রতিদিন তাদের বাড়িতে যাওয়া-আসা করতেন। সম্পর্কে দিলু বিলকিস আক্তারের চাচাশ্বশুর। এক পর্যায়ে পুত্রবধূ ও দিলুর মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সাত দিন আগে রাতে বাড়ির পেছনে দিলুর সঙ্গে শারীরিক সম্পর্ক হয় ওই পুত্রবধূর। স্ত্রীর অবৈধ এমন মেলামেশা নিজ চোখে দেখে ফেলেন স্বামী রুহুল। পরে স্ত্রীর সঙ্গে আর সংসার করবেন না বলে জানান তিনি।

এ ঘটনার পর ওই পুত্রবধূ বিয়ের দাবিতে চাচাশ্বশুর দিলু মিয়ার বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে দিলু মিয়া পলাতক রয়েছেন।

অনশনে বসা পুত্রবধূ জানান, দিলু মিয়া সম্পর্কে আমার চাচাশ্বশুর হন। প্রেমের ফাঁদে ফেলে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। বিষয়টি আমার স্বামী নিজ চোখে দেখে ফেলেন৷ এ কারণে সংসার ভেঙে গেছে। এখন বিয়ের দাবিতে দিলু মিয়ার বাড়িতে অনশন করছি৷ আমাকে বিয়ে না করলে তার ঘরেই আত্মহত্যা করবো।

অভিযুক্ত দিলুর বড় বোন রেখা আক্তার জানান, ওই নারী বিয়ের জন্য কয়েকদিন ধরে আমাদের ঘরে অবস্থান করছেন। আমার ভাই বাড়িতে না আসায় এ বিষয়ে কোনো সুরাহা হচ্ছে না।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর হক্কু মিয়া জানান, বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে দিলুর বাড়িতে তারই প্রতিবেশী ভাতিজা বউ অনশন করছে৷ এ ঘটনার খবর আমি থানার ওসিকে জানিয়েছি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবরটি শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন