গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসরা এলাকায় এফবি ফুটওয়ার কারখানার আগুনে পুড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তার নাম গোলাপি বেগম ( ৩২)। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী থানার রানীগঞ্জ এলাকার আইনুল হোসেনের স্ত্রী।
গোলাপি বেগম কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গোলাপি নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি এফবি ফুটওয়ার কারখানায় আউটসোর্সিং অপারেটর হিসেবে কাজ করতেন। পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই আজগর আলী জানান, আমার বোনকে গতকাল থেকেই খুঁজে পাচ্ছিলাম না। যখন শুনলাম সে মারা গেছে তখন যেন আকাশ ভেঙে পড়ল। আমার বোনের দুটি বাচ্চা রয়েছে, একটি প্রতিবন্ধী।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, মরদেহটি রবিবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন