রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের সদর আলীর বাড়ির পুকুরপাড় থেকে কাঠুরিয়া একটি গাছ কাটতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪), বাকসাডাঙ্গির আবদার (৪৫), খাটিয়াপাড়ার জলিল মন্ডলের ছেলে জিন্নাত (৩৫)। তাদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ওই গ্রামের সদর আলী সরদারের বাড়ীর পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গাছের গোড়ার দিকে কোপ দিলে বিস্ফোরণ হয়।
এ সময় গাছ কাটার কাজে ব্যাস্ত থাকা দুই ব্যক্তি ও তাদের পানি খাওয়াতে আসা এক নারীসহ তিনজন আহত হন। গাছের নিচের দিকে জিআই পাইব দেখা গেছে। শুনেছেন কুড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরিত হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং সেখানে গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।