রাজধানীর মিরপুর থানাধীন কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুনে দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (২০)নামে এক ভাঙ্গারীর দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (১নভেম্বর) বিকেল তিনটায় শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। মৃতের শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে দগ্ধ আক্তার হোসেন (১৯) নামের এক দোকান কর্মচারী চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গত শুক্রবার(৩০অক্টোবর) দিবাগত রাত দশটায় এ ঘটনাটি ঘটে। মৃত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দাউদপুর বাউতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। বর্তমানে কল্যাণপুর নতুন বাজার ভাঙ্গারীর দোকানে থাকতো।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন