করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকা’র বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা’র জেলা প্রশাসনের উদ্যোগে জেলার উপজেলা এলাকায় এবং মহানগরীর জনবহুল স্থানে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা জেলার পাঁচটি উপজেলা এবং মহানগরের শান্তিনগর, কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, সদরঘাট, সচিবালয়, বেড়িবাঁধ, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, নিউ মার্কেট, মিরপুরসহ মোট ১৫টি জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য মাইকিং করা হয়।
এ সময় গরিব/অভাবী লোকদের মধ্যে মোট এক হাজার ২০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১৬৬টি মামলায় ১৬৬ জন ব্যক্তিকে মোট ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।