মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক বিভাগে কর্মরত টিএসআই মাজেদুল হক করোনায় মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।)। তিনি গত ২৬/০৭/২০ তারিখ কোভিড-১৯ করোনা পজেটিভ হয়। অসুস্থ বেশি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজার বাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১/০৭/২০ তারিখ তাকে আইসিইউতে নেওয়া হয় । ০৪ তারিখ সন্ধ্যা ৬টা সময় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টিএসআই মাজেদুল হক মৃত্যুবরণ করেন ।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং গভীর শোক প্রকাশ করছেন। সাথে সাথে মাজেদুল হক চৌধুরীর সকল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এদিকে মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুর রায়হান মাজেদুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন