রাজবাড়ীর পাংশায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে আসান খান (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসান খান দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।
জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ছয় বছর যাবৎ বাড়িতেই থাকতেন আসান খান। তিনি কোনো কাজ করতে পারতেন না। তার স্ত্রী ময়না বেগম (৫০) মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন।
মৃতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। রবিবার দুপুরে আমার শাশুড়ি তাকে আম খেতে দেন। আম খাওয়ার সময় আমের আঁটি তার গলার মধ্যে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
মৃতের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খোকা আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের মতো আজও আমার ছেলেকে ছোট্ট দুটি আম খেতে দেই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় আটকে যায়। এখন থেকে আমার খোকা আর কোনোদিন আম খেতে চাইবে না।’