English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

অবশেষে জীবিত হলেন আব্দুর রহমান!

- Advertisements -

অবশেষে জীবিত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আব্দুর রহমান! তিনি নিজেই তার মৃত্যুর খবর জানার দুইদিন পর গত ২ নভেম্বর জীবিত হতে পেরেছেন ।
গত ৩১ অক্টোবর আব্দুর রহমান ইউপি সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করতে গেলে নির্বাচন কর্মকর্তা জানান তিনি মৃত। ভোটার তালিকায় তার নাম নেই। মৃত্যুবরণ করায় তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এঘটনায় আব্দুর রহমান হতভম্ভ হয়ে যান।
আব্দুর রহমান টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। এবারও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
ভুক্তভোগী আব্দুর রহমানের ছেলে মিদুল ইসলাম বলেন, ‘আমার বাবা আব্দুর রহমান সাবেক ইউপি সদস্য। এবারও তিনি নির্বাচনে অংশ নেবেন। এজন্য গত ৩১ অক্টোবর বাবাকে নিয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র কিনতে গিয়েছিলাম। তখন নির্বাচন কর্মকর্তা জানান, আমার বাবা মৃত। মৃত্যুবরণ করায় তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তখন আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতেও তাকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়। একপর্যায়ে নির্বাচন কর্মকর্তা ঢাকায় গিয়ে সংশোধনের পরামর্শ দেন। পরে আমরা ঢাকায় গিয়ে এটি সংশোধন করেছি। তিনিও সংশোধন করতে সহযোগিতা করেছেন। অবশেষে আমার বাবা নির্বাচন করার অধিকার ফিরে পান। পরে বাবার নির্বাচনি মনোনয়নপত্র জমা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘মূলত আমার বাবা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন। এজন্য তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। একটি মহল নির্বাচন অফিসের লোকজনের জোগসাজসে এ কাজটি করেছিল।’
ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কিনতে গিয়ে জানতে পারি আমি মৃত। আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। পরে নির্বাচন কর্মকর্তার সহায়তায় ঢাকা থেকে কাগজটি সংশোধন করা হয়েছে। সংশোধনের পর মনোনয়নপত্র জমা দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘মাঠ পর্যায়ে হালনাগাদ করার সময় তথ্য সংগ্রহকারীর তথ্যের ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আব্দুর রহমান নির্বাচন অফিসে আসার পর আমরা বিষয়টি জানতে পারি। পরে আমি ফরওয়ার্ডিং ঢাকায় পাঠিয়ে দিয়ে ফোনেও কথা বলেছি। এরপর এটি সংশোধন হয়েছে। তিনি এখন নির্বাচনে অংশ নিতে পারবেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন