English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শামীম ওসমানের রুদ্ধদ্বার বৈঠকে অগ্নিকাণ্ড

- Advertisements -

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শামীম ওসমানের রুদ্ধদ্বার বৈঠকের সময় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেলস ক্লাবে একটি এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে ওই আগুনের সূত্রপাত হলে শামীম ওসমান নিজেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন নির্বাচনে করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে আজ শনিবার নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শামীম ওসমান। ওই বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কক্ষের একটি এসিতে আগুন লেগে যায়। এসময় শামীম ওসমান দলের সিনিয়র নেতাদের রুম থেকে চলে যাওয়ার অনুরোধ জানান এবং তরুণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

রুদ্ধদ্বার ওই বৈঠকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জে বিএনপির কাউকে কোনোপ্রকার আঘাত করা হয়নি। অথচ ওরা জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাজে কথা বলে। ওদেরকে আর কোনো ছাড় নয়।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সমাগত। এখন নেতায় নেতায় কোনো কোন্দলের কথা শুনতে চাই না। আপনারা নির্বাচনী কেন্দ্র কমিটি করার কাজ শুরু করুন। অবশ্যই এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি করবেন। সেখানে যেন নারীদেরও সম্মানজনক উপস্থিতি থাকে।’

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সহসভাপতি ওয়ালি মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন