English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১, ২০২৫
- Advertisement -

রাজধানীর মুগদায় মোবাইলে আসক্ত স্কুলছাত্রীর আত্মহত্যা

- Advertisements -

রাজধানীর মুগদায় মোবাইলে আসক্ত এক স্কুলছাত্রী কিশোরী আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, রাজধানীর পূর্ব মানিকনগরে অতিরিক্ত মোবাইল ব্যবহার করায় তার মা মোবাইল নিয়ে নেওয়ায় মায়ের সাথে অভিমানে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতা সুমাইয়ার ফুফাতো বোন সাবিনা ইসলাম জানান, সুমাইয়া মালিক নগর মডেল হাইস্কুলে নবম শ্রেণীতে পড়তো।

সে অতিরিক্ত মোবাইল ব্যবহার করায় সোমবার রাতে সুমাইয়ার মা রিতা বেগম মোবাইলটি কেড়ে নেয়।

পরে রাতে তার রুমে ঘুমিয়ে পড়ে সুমাইয়া, সকালে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি দরজা নক করেও।
পরে দরজা ভেঙে দেখে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।তাকে বাঁচানোর জন্য বটি দিয়ে ওড়না কেটে তার বাবা নিচে নামায়।

পরে দেখা যায় সে মারা গেছে। পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তাদের ধারণা মোবাইল কেড়ে নেওয়া মায়ের সাথে অভিমানে আত্মহত্যা করতে পারে তাছাড়া অন্য কোনো কারণ নেই বলেও তিনি জানান।

সত্যতা নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার ,তিনি বলেন ৯৯৯ এ খবর পেয়ে মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে নয়টায় ১০২ পূর্ব মানিকনগর ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেন।

প্রাথমিকভাবে জানা যায়, মোবাইল নিয়ে মায়ের সাথে অভিমান করে গত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতা সুমাইয়া ৩৪/২ গোলাপ বাগ যাত্রাবাড়ী ঢাকার বাসিন্দা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চালক মোঃ সেলিম খার মেয়ে।

বর্তমানে ১০২ পূর্ব মানিকনগরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। ১ভাই ২বোনে মধ্যে সে ছিল বড়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন