মোঃ আলাল উদ্দিন: আজ ০১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ শনিবার দুপুর ১২টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সম্মিলন ফাউন্ডেশনের ৪র্থ শাখা বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে পিরিজপুর শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে সম্মিলন ফাউন্ডেশনের সু-স্বজ্জ্বিত অফিস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও সংগঠক মুহম্মদ ছামিউজ্জামান সুমনের সার্বিক পরিচালনায় সম্মিলন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জাবেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার ও জেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নুরুল্লাহ, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল আলম লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম গোলাপ, পিরিজপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ও নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব এর সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হোসেন উদ্দিন হিরো, ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন, সম্মিলন ফাউন্ডেশনের উপদেষ্টা আলী আহমেদ, পরিচালক তপন কুমার সাহা, শাখা ব্যবস্থাপক সোহেল রানা,ভৈরব ব্রাঞ্চ ইনচার্জ সফিকুল ইসলাম সোহাগ প্রমুখ। বক্তারা স্বনামধন্য সম্মিলন ফাউন্ডেশনের ৪র্থ শাখাটি এতদঞ্চলের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র পিরিজপুর বাজারে উদ্বোধন করায় সম্মিলন ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তারা জানান পিরিজপুরের রাজনৈতিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ এই প্রতিষ্ঠানটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে পিরিজপুর সহ বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির সমম্বয়কারী মোঃ আহসান উদ্দিন সুমন। উল্লেখ্য যে এই সম্মিলন ফাউন্ডেশন ভৈরবের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের তাদের ভূমিকার মাধ্যমে ইতিমধ্যেই ভৈরব সহ এতদঞ্চলের মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।