English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

টঙ্গীবাড়ীতে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান ও র‌্যালী

- Advertisements -

অনিক শেখ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আরটিআইপি-২ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইউ) ও ব্র্যাক এর সহযোগিতায় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান ও র‌্যালী হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলার ব্রাহ্মনভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান উদ্বোধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন মোহাম্মদ আহমান উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি ছিলেন- ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রধান কার্যালয়ের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, রোড সেইফটি প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজার এম খালিদ মাহমুদ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক কবির হালদার, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, সমবায় কর্মকর্তা নাজমা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, এসআই রতন, ব্র্যাক জেলা সমন্বয়ক মো: ফিরোজ, আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিত চন্দ্র শীল, প্রধান কার্যালয়ের সার্পোট সার্ভিস রোড সেইফটি প্রোগ্রাম অফিসার আজমত আলী, বিভাগীয় সমন্বয়ক রোড সেইফটি প্রোগ্রাম হাসান আলী, টঙ্গীবাড়ী ফিল্ড রোড সেইফটি প্রোগ্রাম আশরাফুল বারী প্রমুখ। পরে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।

র‌্যালীতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন