অনিক শেখ টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলার সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অধ্যক্ষ গফুর মিয়া।
প্রধান অতিথি হিসেবে ছিলেন সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি জনাব রানা শফিউল্লাহ।
সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও সাবেক দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান জনাব ওয়ালিউল্লাহ খাঁন, মুক্তিযোদ্ধা লালমিয়া, গভর্নিং বডির সদস্য মনোয়ার হোসেন, অত্র কলেজের প্রভাষক গোলাম হাসনাইন, প্রভাষক সুমন দেওয়ান, প্রভাষক সোহেল রানা, প্রভাষক ফরিদ শাহ, প্রভাষিকা সুলতানা রাজিয়া, প্রভাষিকা কামরান মুনিরা, প্রভাষক ফরিদ শাহ, প্রভাষক বাদশা পারভেজ, প্রভাষক আতাউর রহমান, প্রভাষক স্বপন মিয়া, প্রভাষক বোরহান উদ্দিন, প্রভাষক আব্দুল আলিম, প্রভাষক মশিকুল।
অনুষ্ঠানটির আহবায়ক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষিকা কামরান মুনিরা।