কিশোরগঞ্জের ইটনায় ধান কাটতে গিয়ে ও কটিয়াদীতে হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে দুজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
ইটনায় নিহত মো. মকবুল হোসেন (৪২) পেশায় কৃষক। তিনি উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। বিকেল ৪টার কিছু পরে ইউনিয়নের কালিপুর গাছগিরাবন হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাত শুরু হয়। তখন বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে কটিয়াদীতে বজ্রপাতের ঘটনায় বিজয় মিয়া (১৭) নামে এক কিশোর মারা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের টেকনিক্যাল সেন্টার সংলগ্ন হাওরে ঘটনাটি ঘটে। বিজয় মিয়া চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা যায়, বৃষ্টির সময় বিজয় মিয়া তাদের হাঁসের খামারে কাজ করছিল। হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতরভাবে আহত হয়। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।