গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা জোড়া পাম্প এলাকায় মঙ্গলবার রাতে পাঁচটি ঝুটের গোডাউন আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ান্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার চান্দরা জোড়া পাম্প এলাকায় মঙ্গলবার রাতে পলাশের ঝুটের গোডাউন থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে আশেপাশে।
খবর পেয়ে এলাকাবাসী প্রথমে আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে হাফিজুর রহমান, শাহিন হোসেন, আলামিন, মান্নান সহ মোট পাঁচটি গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুনে পুড়ে গেছে পাঁচটি গোডাউন। প্রায় দুইঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।