English

17 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

আইজিপি পদকে ভূষিত এস আই মানিক

- Advertisements -

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজিপি ব্যাজ পেয়েছেন কলাবাগান থানায় কর্মরত সহকারী পুলিশ পরিদর্শক মনসুর মানিক।

আজ দুপুরে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিপিএম (বার) এস আই মনসুর মানিককে ব্যাজ পড়িয়ে দেন। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২১ জানুয়ারী ২০২২ তারিখে পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদর দপ্তর কর্তৃক পুলিশের আইজিপি ব্যাজ প্রাপ্তদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, কনস্টেবল থেকে শুরু করে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত মনোনীত ৪০১ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ১৪২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৭৩ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০১ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫৪ জন ও ‘এফ’ক্যাটাগরিতে ৯ জন সদস্য আইজিপি ব্যাজ পেয়েছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আশুলিয়া গ্রাজুয়েট এসোসিয়েশনের এডমিন ও গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এলমনাই ও গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি নিজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তিনি আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় বন্ধু বান্ধব, আত্নীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদূর্ভাব বৃদ্ধিতে এ বছর পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ ভার্চ্যুয়াল প্যারেড মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্ভোদনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত মনসুর মানিক বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই এবং সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই আইজিপি ব্যাজ হতে প্রাপ্ত অর্থ অসহায় মানুষের জন্য ব্যয় করতে চাই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন