শফিক আহমেদ সাজীব: শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে, সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিজের দক্ষতা নিজেই অর্জন করতে পারলে, সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তাই দক্ষতা অর্জনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। কারণ, দক্ষতা ও সুশিক্ষা অর্জন ছাড়া জীবনে ভালো কিছু অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন লায়ন মোঃ হাকিম আলী।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মৌলিক চাহিদার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন; সেজন্য আমাদের স্মার্ট শিক্ষা নিশ্চিত করতে হবে।
গতকাল কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা আজিম হাকিম স্কুল এণ্ড কলেজের মাঠে আয়ুব বিবি ট্রাস্টের সহযোগীতায় কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী।
অনুষ্ঠানে আয়ুব বিবি ট্রাস্টের সদস্য এম.এ সালাম, শাহ অহিদিয়া কেজি এণ্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শফিক আহমদ সাদেকী, আজিম হাকিম স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, রিভার ভিউ গ্রামার স্কুলের পরিচালক শেখ আহমদ ইম সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
এতে কর্ণফুলী উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ ছাড়াও এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।