ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী সপরিবারে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তিনি ছাড়াও তার স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন ও মেয়ে অন্বেষা করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যার দিকে মোকতাদির চৌধুরী নিজে এই তথ্য নিশ্চিত করেছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ এমএইচ মাহবুব জানান, সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন। সোমবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
মোকতাদির চৌধুরী জানান, পরীক্ষায় করোনা পজিটিভ হলেও শারীরিক তেমন কোনো অসুবিধা তার নেই। পরিবারের অন্যদেরও খুব একটা সমস্যা নেই। বাড়িতে থেকেই চিকিৎসা নিবেন বলে জানান তিনি।