বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতিতে নিরলসভাবে উদ্ধারকাজ পরিচালনা করে চলেছে বাংলাদেশ বিমানবাহিনী। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে শনিবার (২৪ আগস্ট) ফেনী জেলার লালপুর থেকে একজন গর্ভবতী নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানায়, উদ্ধার করা ওই নারীর নাম রেহানা আক্তার। তাকে দ্রুত উদ্ধার করার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর AW-139 হেলিকপ্টার দ্রুততম সময়ে লালপুর পৌঁছে।
মা এবং তার অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে বিশেষায়িত অ্যাম্বুল্যান্সে করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই অভিযানের সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, প্রশাসনিক, পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক এবং কমান্ড্যান্ট ১০১ এসএফইউ। তাদের তত্ত্বাবধানে উদ্ধারকাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়।