আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর সাবেক তিন বারের মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খাঁন।
৫ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার সকালে নগরীর ষোলশহরের চশমা হিলস্থ মরহুমের পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন তিনি।
এসময় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আ: হামিদ জমাদ্দার, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহমেদ,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন বিভাগীয় সভাপতি এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের নিজ বাড়িতে যান। এসময় উপস্থিত সকলকে নিয়ে মরহুমের স্ত্রী ও চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সাথে কুশল বিনিময় করেন।