নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেছে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে সকল ব্যাবসায়ীরা। এসময় সাধারণ মানুষকে নৌকার প্রার্থী আবদুল কাদের মির্জাকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জনানো হয়।
সোমবার (১১ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টার দিকে শারীরিক দূরত্ব বজায় বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে ঘুরে প্রতিটি ব্যাবসায়ী ভোটারের কাছে সরকারের উন্নয়ন তুলে ভোট প্রার্থনা করেন ব্যাবসায়ী নেতারা।
এসময় বসুরহাট পৌরসভার আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা সহ উপস্থিত ছিলেন, বসুরহাট বাজারের ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিজাম, পরিচালক মোসলেহ উদ্দিন রুবেল, আবুল হাসেম সহ বাজারের অন্যান্য ব্যাবসায়ী সমিতির সকল সদস্য ও বাজারের সকল ব্যাবসায়ীরা।
এর পূর্বে সংক্ষিপ্ত সভায় ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিজাম বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আবদুল কাদের মির্জা ভাই কে আগমনী ১৬ জানুয়ারি ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখুন।
মোসলেহ উদ্দিন রুবেল বক্তব্যে বলেন, আবদুল কাদের মির্জা একজন সৎ ও ভালো লোক। বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত কর্মী। বসুরহাট পৌরসভার উন্নয়নের ধারা চলমান রাখতে পূনরায় আবদুল কাদের মির্জাকে আগামী ১৬ জানুয়ারি ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।