ফেসবুকে অব্যাহত উস্কানিমূলক পোস্ট করায় লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুন্ন ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে দল থেকে অব্যহতি দেওয়া হয়।
শনিবার (১৬ অক্টোবর) রাতে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুন্ন ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৩৪ এর গ উপধারা অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, সাম্প্রদায়িক ঘটনা নিয়ে সোহেল তার ব্যবহৃত ফেসবুকে উস্কানিমূলক লেখা পোস্ট করেছে। সাংগঠনিক বিরোধী লেখাও তিনি ফেসবুকে পোস্ট করেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।