English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

পেশাগত আত্মমর্যাদা প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে হবে: টিসিজেএ’র প্রীতি অনুষ্ঠানে বক্তারা

- Advertisements -

শিশুদের ছন্দময় নৃত্য, আলোচনা, সংগঠনের মূখপত্র দৃশ্যপট-এর মোড়ক উন্মোচন। এরপর আমন্ত্রিত অতিথি শিল্পীদের হৃদয়ছোঁয়া গান। জমকালো আয়োজনে গানে-সুরে জমে যাওয়া রাতে এভাবেই অনুষ্ঠিত হলো চট্টগ্রামে কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন-টিসিজেএ’র বার্ষিকী মিলনমেলার আনন্দ আয়োজন।

গতকাল রাতে নগরীর বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, আইনজীবীসহ সবশ্রেণীর বিশিষ্টজনদের মিলনমেলা বসে। আয়োজনে ছিলো আলোচনা সভা, র‍্যাফেল ড্র, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পিঠা খাওয়ার উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

বর্ণিল এ অনুষ্ঠানে টিসিজেএ’র মূখপত্র দৃশ্যপট-এর মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব কাজী মহসিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, ক্রিয়েটিভ ইউনিভার্সিটির ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দুদক পিপি কাজী ছানোয়ার হোসেন লাভলু, টিসিজেএ আজীবন দাতা সদস্য হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, আজিজুর রহমান আজিজ, কাউন্সিল হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিল মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, লায়ন মোহাম্মদ সালাউদ্দিন আলী, মোঃ আক্কাস উদ্দিন, ইয়াসিন আরাফাত।

এসময় বক্তারা বলেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে সতের বছরে পা রাখলো চট্টগ্রামে কর্মরত সংবাদকর্মীদের অন্যতম সংগঠন টিসিজেএ। যেই পথচলায় ছিলো নানা অর্জন। তারই ধারাবাহিকতায় যার যার অবস্থান থেকে পেশাগত আত্মমর্যাদার জায়গা প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকবে হবে সবাইকে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও সজাগ থাকতে হবে। সাথে অটুট থাকতে হবে পারস্পারিক ঐক্য।

এতে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, স্বাধীনতা কমপ্লেক্স পরিচালক মোঃ হেলাল উদ্দিন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, শামশুল আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে- সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন