করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে ‘সর্বাত্মক লকডাউন’। আর এই লকডাউনের তৃতীয় দিনে শুক্রবার সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্দ্বার কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহিনা সুলতানা। তিনি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১০ মামলায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় এবং জনসচেতনতায় মাস্ক বিতরণ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার অফিস সহকারী দিপু চাকমা।
শাহিনা সুলতানা বলেন, উপজেলা প্রশাসন পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে। দেশবাসীকে আহবান করব অন্তত সরকারি ঘোষিত লকডাউনে আমরা ঘরে অবস্থান করি বিনা প্রয়োজনে বাহিরে বের হবো না।