লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে ‘ইসলামি শাসন ব্যবস্থা’ শুরু হয়েছে জানিয়ে চেয়ারম্যানের নাম দিয়ে এক ব্যক্তি ফেসবুকে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহর নাম দিয়ে হাফেজ মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি ফেসবুকে এ প্রচারণা চালাচ্ছেন।
স্ট্যটাসে মনিরুল ইসলাম লিখেছেন, আলহামদুলিল্লাহ। শুরু হলো ইসলামি শাসন ব্যবস্থা। চরকাদিরা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে কোনো গানবাজনা চলবে না। যদি চলে ৭৫ হাজার টাকা জরিমানা করা হবে। বাজারে কোনো গানের আওয়াজ যেন না শুনি। তোমার মন চাইলে কানে হেডফোন দিয়ে শোনো, আরেকজনকে শুনাইও না। যারা বক্স ভাড়া দাও, তাদের বক্স বাজেয়াপ্ত করা হবে।
তিনি আরও লিখেছেন, কোনো অভিভাবক বোরকা ছাড়া মেয়েদের স্কুলে পাঠাবেন না। যারা পাঠাবেন তাদের তালিকা করব। কী ব্যবস্থা নিই সেটা পরে দেখবেন। স্কুলে কোনো ছাত্র-ছাত্রী মোবাইল নিতে পারবে না, মোবাইল বাড়িতে চালাবে। অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ খেয়াল রাখবেন।
এ বিষয়ে চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বলেন, রাতে উচ্চস্বরে গানবাজনা চালানো হলে মানুষ ঘুমাতে পারে না। এ জন্য রাতে গানবাজনা না চালানোর জন্য সতর্ক করা হয়েছে। মানুষ অভিযোগ দিলে জরিমানা করা হবে। একজন আলেম হিসেবে মা-বোন ও স্কুল-কলেজ-মাদরাসা ছাত্রীদেরকে পর্দার জন্য বোরকা পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছি। স্কুলে মোবাইল নিয়ে গেলে পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। স্কুলে যেন শিক্ষার্থীরা মোবাইল নিতে না পারে সে জন্য অভিভাবকদের সতর্ক করার জন্য ওয়াজ-মাহফিলে আমি কথা বলেছি। আমার কথাগুলো কোনো আইন নয়, সতর্কবার্তা ও পরামর্শ। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমি বলেছি একরকম, লোকজন প্রচার করছে অন্যরকম।
চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহর দাবি, আমার কোনো ফেসবুক আইডি নেই, কে বা কারা আমার নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে এ ঘটনায় মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি আমি শুনেছি, তদন্ত চলছে। চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, ফেক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন।