English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

চট্রগ্রাম কলেজ ৮২’ ব্যাচ -বন্ধু সম্মিলন

- Advertisements -

১৩ ই মার্চ ঢাকার আগারগাঁও পর্যটন রুফটফ রেস্তোরায় চট্রগ্রাম কলেজ ৮২’ব্যাচের বন্ধুরা মিলিত হয়। বিকেল চারটা থেকে এই পূনর্মিলনীতে ৭০ এর অধিক কলেজ বন্ধুরা মিলিত হয়েছিল।

কলেজ জীবনের পর বিভিন্ন প্রতিষ্টানে ছড়িয়ে পড়া এই সব ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিন পর সাক্ষাত হয়। কাজের সূত্রে ডাক্তার, প্রকৌশলী, চাকরি ও ব্যবসাসহ তারা বিভিন্ন জায়গায় বিস্তৃত। প্রায় চল্লিশ বছর পর পর্যটন রুফটপ রেস্তোরায় আজ বিকেলে তাদের মিলন ঘটে।

বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সবাই আড্ডায় মেতে উঠে। পুরানো বন্ধুরা অনেকদিন পর একসাথে হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। হাস্যমধুর কোলাহলে স্মৃতিচারণ ও হাসি ঠাট্টায়একটি স্বরণীয় দিন তারা উদযাপন করে। ডিজি জসীম ও ডা: জাহিদের সঞ্চালনায় ডা: আকরাম, শিপার, এডমিন সেলিম, অপু, কবি ইউসুফ রেজা, অধ্যক্ষ ডলি, ইমরান, এনামুল কাদের, ডিজি সেলিনা,শাহিন, রিয়ার এডমিরাল মোজাম্মেল, আমেনা শাহিন প্রমুখের স্মৃতিচারণে আনন্দমুখর হয়ে উঠে বন্ধু মিলনটি। মনে হচ্ছিল এ যেন ফেলে আসা ৮২ যা চট্রগ্রাম কলেজের লিচুতলার আড্ডার মতো।

পরবর্তীতে সৌহার্দ ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে এই আড্ডাটি শেষ হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন