চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় সাঙ্গু নদীতে নিখোঁজ সেনা সদস্য আসিফ হোসাইন নিশানের (২১) লাশ ১৯ ঘন্টার চেষ্টার পরে উদ্ধার।
২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে লাশটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। নিখোঁজ সেনা সদস্য আসিফ হোসাইন নিশান চট্টগ্রামের মীরসরাই উপজেলার চুনিমিঝিরটেক গ্রামের ভেলু মালের বাড়ীর আনোয়ারুল ইসলামের একমাত্র ছেলে। বর্তমানে পরিবারের সবাই হালিশহর এলাকায় থাকেন। সে বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে আনোয়ারার সাঙ্গু নদীর পাড়ে প্রশিক্ষণ নিতে আসে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল। সোমবার বিকেল ৫টার দিকে ঐ প্রশিক্ষাণার্থী দলের কয়েকজন সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার সাঙ্গু নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে আসিফ হোসাইন নিশান (২১) নামের এক সেনা সদস্য নিখোঁজ হন।
জানা গেছে, ডুবুরি রাজিব হোসেন মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। এ সময় নদীপাড়ে অপেক্ষমাণ শত শত মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ সংবাদ মাধ্যমে জানান, গতকাল সোমবার বিকালে বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন বিএমএর ক্যাডেট আসিফ। এরপর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল থেকে উদ্ধার অভিযান চালায়। এর সঙ্গে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের টিমও। মঙ্গলবার আমাদের একজন ডুবুরি লাশটি খুঁজে পান। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সেনা সদস্য নিখোঁজ হওয়ার পর তাঁর গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে পরিবারের লোকজনকে নিখোঁজের খবর দেওয়া হলে সেনা সদস্যের মা-বাবা হতাশ হয়ে পড়ে। পরে গ্রামের বাড়ীতে খবর পৌছাঁলে পরিবারের সদস্যদের আহাজারি শুনে এলাকার লোকজনের কাছে নিখোঁজের খবর পৌঁছে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মৃতদেহ গ্রামের বাড়ীতে পৌঁছালে এশার নামাজের পরে পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়।