হঠাৎ বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামের পাঁচ দৈনিক পত্রিকা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সংবাদপত্র কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল ১০ আগস্ট ২০২০ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন বক্তারা অনতিবিলম্বে চট্টগ্রামের দৈনিক পত্রিকাগুলো খুলে দেওয়ার জন্য মালিক পক্ষের প্রতি দাবি জানান। এ সময় তাদের একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিউজে) নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, পত্রিকার সামান্য বেতনের চাকরি দিয়েই আমাদের সংসার চলে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। এখন এই পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে আমাদের কষ্টে দিন কাটছে। তাই আমরা অতি দ্রুত সময়ে পত্রিকা প্রকাশনা চালু করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাবো।
উল্লেখ্য, গত ২৯ জুলাই কোনো ধরনপর পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রামের দৈনিক পত্রিকাগুলো প্রকাশনা বন্ধ করে দেয় মালিক পক্ষ।
মানববন্ধনে দৈনিক পূর্বদেশ কর্মকর্তা-কর্মচারী পরিষদ, দৈনিক পূর্বকোণ কর্মকর্তা-কর্মচারী পরিষদ, দৈনিক আজাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ কর্মকর্তা-কর্মচারী পরিষদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ কর্মকর্তা-কর্মচারী পরিষদ, ও দৈনিক কর্ণফুলী কর্মকর্তা-কর্মচারী পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন অংশগ্রহন করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন