স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রাম অফিসের সাবেক স্টাফ ক্যামেরাপার্সন এবং টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুর চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।
১৩ জানুয়ারী ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের নিজ কার্যালয়ে বাবুর হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন তিনি।
এসময় হুইপ বলেন, সংবাদকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে দেশের জন্য। এক্ষেত্রে ভিডিও জার্নালিস্টরা সবচেয়ে বেশি ভূমিকা রেখে চলেছেন। তাই তাদের সংকটকালীন সবার এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন। আশ্বাস দেন, যে কোন সময় পাশে থাকার। এসময় হুইপ শামসুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামসুল আলম বাবু।
টিসিজেএ সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব ও শামসুল আলম বাবু’র মেয়ে জান্নাতুল ফেরদৌস স্মৃতি এসময় উপস্থিত ছিলেন।