চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, সড়ক দুর্ঘটনারোধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। মুজিব বর্ষের শপথ- সড়ক করবো নিরাপদ শীর্ষক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত গাড়ী চালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২২ অক্টোবর ২০২০ইং, বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে মুজিব বর্ষের শপথ- সড়ক করবো নিরাপদ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নগর কমিটির সভাপতি এস.এম আবু তৈয়ব সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের স্বাগত বক্তব্যে শুরু হওয়া গাড়ী চালক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (দক্ষিণ) মোহাম্মদ শহিদুল্লাহ, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী, চট্টগ্রাম ডেকারেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মোঃ সাহাবুদ্দীন, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নে নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়কপথে মোটরযানের সংখ্যা বৃদ্ধি, ক্রটিপূর্ণ যানবাহন, বিপদজনক বাঁক, অপ্রতুল প্রশিক্ষণ, বেপরোয়া গতি এবং আইন না মানার প্রবণতা ইত্যাদি সড়ক নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সড়ক নিরাপত্তা কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতি বক্তব্যে এস.এম. আবু তৈয়ব বলেন, আইন না মানার একটি প্রবণতা আমাদের মধ্যে গড়ে উঠেছে। কিন্তু আমাদের এই আইন না মানার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সাধারণ মানুষের মধ্যে আইন নিয়ে সচেতনতা জাগাতে আমরা নিয়মিতই নানা কর্মসূচি পালন করে থাকি। আশা করি, সবার মধ্যেই একটা সচেতনতা, সতর্কতা তৈরি হবে। তখনই আমাদের আজকের দিবস পালনের সার্থকতা আসবে। নচেৎ এ সব আয়োজন হবে কেবল আনুষ্ঠানিকতা।
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রমা হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সিঃ সহ-সভাপতি সামসুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মোঃ কাজল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আরশাদ উর রহমান এরশাদ, মোঃ মোস্তফা কামাল লিটন, অর্থ সম্পাদক টিংকু বড়–য়া, আইন বিষয়ক সম্পাদক এড. টিপু শীল জয়দেব, যুব বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য সিরাজুল মনির মানিক, সনত তালুকদার, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, লায়ন আবদুল মান্নান, রোটারিয়ান মোঃ ইসতিয়াজ আহমেদ, নেছার আহমদ খাঁন, জি.এম তৌফিক, খালিদ বিন মাহমুদ মিটু, সাংবাদিক কাউসার আলম প্রমুখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন