চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ,জে,এম নুরউদ্দিন চৌধুরী আর নেই। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করে মরহুমের জামাতা রাজিব হোসেন।
তিনি জানান, অসুস্থ হয়ে গত ৪০ দিন ধরে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন প্রফেসর নুরউদ্দিন চৌধুরী।
তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারী সাউদার্ন বিশ্ববিদ্যালয়েও ভাইস-চ্যান্সেলর হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি চবি ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।
আজ বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান মরহুমের জামাতা রাজিব হোসেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন