চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১৩টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বাকী ৬টি পদে বিএনপি ও জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এরমধ্যে সভাপতি হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. এনামুল হক। অন্যদিকে এবারও সাধারণ সম্পাদক হয়েছেন গতবারের নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের এএইচএম জিয়াউদ্দিন। আর টানা চতুর্থবারের মতো এবারও জয় বঞ্চিত হয়েছে মুক্তিযুদ্ধের সমমনা আইনজীবী সংসদ।
গত বুধবার ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর গভীর রাতে মুখ্য নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ন আকতার ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৪০২ জন। এর মধ্যে ৩ হাজার ৪২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪০ জন।
সভাপতি পদে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থী মো. এনামুল হক এক হাজার ৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের আবু মো. হাশেম এক হাজার ৫৪৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন এক হাজার ৯৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত এই পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিন্দ্বী সমমনা আইনজীবী সংসদের প্রার্থী তৌহিদুল মুনির চৌধুরী টিপু পেয়েছেন ৭২০ ভোট। ঐক্য পরিষদের প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১৮ ভোট। জ্যেষ্ঠ সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঐক্য পরিষদের সৈয়দ আনোয়ার হোসেন (১৬৯১ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. সেকান্দর চৌধুরী পেয়েছেন ১৬৭৯ ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের আলী আশরাফ চৌধুরী (১৮৯৬ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মুহাম্মদ আবু তাহের পেয়েছেন ১৪৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আবদুল আলম মামুন ১৪৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের এরশাদুর রহমান টিটো পেয়েছেন ১৪২৩ ভোট। অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এস এম অহিদুল্লাহ ২১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের ইমতিয়াজ আহাম্মদ জিয়া পেয়েছেন ১২১৩ ভোট। পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের নজরুল ইসলাম ২২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদ প্রার্থী রবিউল হোসেন নয়ন পেয়েছেন ১১৩৭ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে সমন্বয়ের মনজুরুল আজম চৌধুরী ১৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের নাজমুল হাসান সিদ্দিকী পেয়েছেন ১৫৩০ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ ২০২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদ প্রার্থী হাদী মো. হাম্মাদ উল্লাহ পেয়েছেন ১৩৫২ ভোট। নির্বাহী সদস্য পদে সমন্বয় পরিষদের ফাতেমা নার্গিস হেলেনা (২২০৬ ভোট), এসএম আরমান মহিউদ্দিন (২০৬১ ভোট), আবু নাসের রায়হান (২০৪৮ ভোট), সাহেদা বেগম (২০০৫ ভোট), খায়রুন নেছা (১৯৬৬ ভোট), জোহরা সুলতানা মুনিয়া (১৯৪২ ভোট) ও মোমেনুর রহমান (১৭৫৮ ভোট) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম (২০৭৫ ভোট), নুর কামাল (১৮৬৩) ও সারোয়ার হোসাইন লাভলু (১৭৯৭ ভোট) জয়ী হন।