বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বৈশ্বিক করোনা মহামারীতে সৃষ্ট লকডাউনে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভালোবাসার উপহার তুলে দেয়া হয়েছে।
২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার বিকালে নগরীর আন্দরকিল্লার সংগঠন কার্যালয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারের সদস্যদের মাঝে বাগীশিক’র ভালোবাসার সহায়তা উপহার তুলে দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১ কেজি ডাল। করোনার দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন বাগীশিক’র এই কার্যক্রম চলমান থাকবে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ।
এসময় উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, প্রিতম চৌধুরী, পৃষ্ঠপোষক তপন কান্তি ধর, সমাজসেবক লায়ন মীননাথ ধর মিলন, জনতা ব্যাংকের এজিএম শম্ভু দাশ, সংগঠক সন্তোষ কুমার নন্দী, বাগীশিক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, সহ-সভাপতি ডা. কথক দাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী, সহ-সাধারণ সম্পাদক এস প্রকাশ পাল, প্রকৌশলী সুমন সেন, দপ্তর সম্পাদক সজীব দত্ত সৌরভ, অর্থ সম্পাদক রাশু কান্তি বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, প্রকাশনা সম্পাদক মোহন চৌধুরী, সহ-প্রকাশনা সম্পাদক লিটন দে, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চন্দন দেবনাথ, উত্তর জেলা সংসদের সভাপতি অমৃত লাল দে, ফেনী জেলা সংসদের সভাপতি ইঞ্জিঃ নির্মল মজুমদার প্রমুখ।
উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, মানবতাই প্রকৃত ধর্ম। মানুষের সেবার মধ্যদিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন সম্ভব। করোনার ১ম ঢেউ থেকেই বাগীশিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ২য় ঢেউয়েও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাগীশিক। সবসময় মানবতার কল্যাণে কাজ করে চলেছে এই সংগঠন।