চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে মরদেহের পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার এক মাস পর আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বিকেলে বিধ্বস্ত শেডের ভেতরে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ডিপোর কর্মীরা।
তদন্তকারীরা বলেছেন, ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইডে পূর্ণ অন্তত ২৭টি কনটেইনার রাখা ছিল।
অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বিএম কনটেইনার ডিপোর আট কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।