“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সাকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার উদোগে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত।
সংবাদ সম্মেলনে জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়। এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর বিরুদ্ধে যারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
সড়ক পরিবহণ আইন ২০১৮ এর বাস্তবায়নের দাবিতে নিসচা ব্রাহ্মনবাড়িয়া শাখার সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার জেলা শাখার সভাপতি এম সাদেকুর রহমান। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন