English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

সাংবাদিকদের মুখোমুখি গোলাম সারওয়ার: অপহরণ ও নির্যাতন ঘটনায় মামলা করতে রাজি নন তিনি

- Advertisements -

সংবাদ প্রকাশের জের ধরে অপহরণের পর উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সারওয়ার আজ বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন নিরাপত্তার ও আর্থিক অস্বচ্ছলতার অভাবে তিনি তাকে অপহরণ ও অমানুষিক নির্যাতনের ঘটনার জন্য মামলা করতে চান না।
তিনি সাংবাদিকদের বলেছেন সম্প্রতি সময়ে আমি কয়েকটি নিউজ করছি। এসব নিউজের পর অজ্ঞাত সন্ত্রাসীরা আমাকে ফোনে হুমকি দিয়েছিল। তবে তারা কোন নিউজের জন্য হুমকি দিয়েছে তা বলেনি।
তাই এই মূহুর্তে আমি আমার জীবন নিয়ে শংকিত। আমি আপাততে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়াতে চাই না।
তিনি তার অপহরণের পর সাংবাদিক ইউনিয়ন এবং সকল সাংবাদিকদের আন্দোলন করে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

এর আগে আজ বুধবার দুপুর ২ টায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিক গোলাম সারোয়ারকে আনা হয়।  এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ম. শামসুল ইসলাম, রতন কান্তি দেবাশিষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন