English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে: লায়ন হাকিম আলী

- Advertisements -

চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রপের সভাপতি লায়ন মোঃ হাকিম আলী বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। জনগণ যাতে ব্যবসার মাধ্যমে সত্যিকারের সেবা পায় সেই ব্যাপারে সচেতন থাকতে হবে।

পাশাপাশি ক্রেতারা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, সে ব্যাপারেও সজাগ থাকা প্রয়োজন। ব্যবসা-বাণিজ্যে সকল প্রকার অশুভ শক্তিকে শক্ত ও দৃঢ়ভাবে প্রতিহত করার মানসিকতা রাখতে হবে।

শনিবার (২৫ মে ২০২৪) দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং রড, সিমেন্ট বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠান এম এন এস এন্টারপ্রাইজ এবং মাহবুব এন্টার প্রাইজের যৌথ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এন এস এন্টারপ্রাইজ এবং মাহবুব এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এম এ মারুফ, রুপালি টেডিং এজেন্সির পরিচালক আব্দুল্লাহ আল নওশাদ, ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রেশ সিমেন্ট কর্মকর্তা প্রনব মজুমদার, প্রিমিয়ার সিমেন্ট কর্মকর্তা সাইদুল ইসলাম, এনজিএস সিমেন্ট কর্মকর্তা আকতার হোসেন, মাহবুব এন্টার প্রাইজের ম্যানেজার মুহিত, কনফিডেন্স সিমেন্ট কর্মকর্তা নেছার আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, এস আলম সিমেন্টের পক্ষে আকরাম হোসেন, শীতলপুর ষ্টীলের পক্ষে মহিউদ্দিন আজাদ, ডায়মন্ড সিমেন্টের পক্ষে ইঞ্জিনিয়ার ইমরান খান, রমজান আলী, সীমা ষ্টীলের পক্ষে অজিত দাশ, জিপিএইচ ইস্পাতের পক্ষে আহমেদ রশিদ, ডিলাক্স সিমেন্টের পক্ষে ইমরান, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম, জয়দেব শাহ, ওবায়দুল্লাহ মুরাদসহ অন্যান্যরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন