পবিত্র শবে বরাতে বন্দরনগরী চট্টগ্রামে সব ধরনের আতশবাজি, পটকা বহন ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
বুধবার (১৬ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে শিশু কিশোর ও অন্যান্য অনেকে আতশবাজিসহ বিভিন্ন ধরণের পটকা ফাটানোর চেষ্টা করে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটে ও শবে বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুণ্ণ করে এবং জনমনে আতংকের সৃষ্টি হয়।
এমতাবস্থায়, আইনশৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ মার্চ) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি ও পটকা ফাটানো, উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ করা হল।