‘হ্যাঁ! আমরা যখন নির্মূল করতে পারি!’ এই স্লোগানকে প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। আজ ২৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ এবং বেসরকারী এনজিও ব্র্যাক এর আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার। এছাড়াও আলোচনায় অংশ নেয় জেলা পরিবার পরিকল্পনা উপরিচালক ডাক্তার আশফাকুর রহমান মামুন, নাটাবের জেলা সভাপতির ডাক্তার রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সরকারি হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন, ডাক্তার নাহিদ রায়হান, মাহবুল হক মাসুম, ব্রাক এর জেলা সমন্বয়ক অরুন কুমার দাস, জেলা ম্যানেজার যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি মো. আমিনুর রহমান, মো. সাদ্দাম হোসেন, মো. কামরুজ্জামান প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।