লক্ষ্মীপুরের রামগতিতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন / সাইন,সিগনাল ও নৈতিকতা বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরিট বিক্রম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি)এরলক্ষ্মীপুরের সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ তৈয়ব আলী, বিআরটিএর লক্ষ্মীপুর জোনের পরিদর্শক মোঃ কামরুজ্জামান, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার,সাংবাদিক কাজী মোঃ দিদার,নিরাপদ সড়ক চাই (নিসচা) রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন হাওলাদার।সভা পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)রামগতি উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিন উল্যাহ।
গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি প্রতিপ্রাদ্যকে সামনে রেখে প্রশিক্ষণ পূর্বক শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন, সড়ক চলাচলের যে আইন ও চিহ্ন রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ আপামর সাধারণ সকলে যদি মেনে চলি তাহলে সড়ক দূর্ঘটনা ও মৃত্যু হার কমে আসবে। এ বিষয়ে সকলে সচেতন হওয়া দরকার।