রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতু ভেঙে মো. রফিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২০ শ্রমিক।
বৃস্পতিবার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গামাটির বড়াদম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানান, সকালে সেতুর স্ল্যাব ঢালাইয়ের সময় হঠাৎ ভেঙে গেলে এতে শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেনালের হাসপাতালের কর্বত্যরত চিকিৎসক ত্রিতন চাকমা জানান, সেতু দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।