২১ ফেব্রুয়ারি মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় ২১ ফেব্রুয়ারি, যা একই সঙ্গে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।
মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণ করে কক্সবাজার সদরে বৃহত্তম ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেছে ঈদগাঁও প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।
প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ এর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারী সকালে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন প্রেসক্লাব সহ সভাপতি জাহাঙ্গীর বাঙালি, অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক আলা উদ্দীন প্রমূখ।