চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ)’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে মুজিব শতবর্ষ ক্রীড়ি প্রতিযোগীতা।
১৭ অক্টোবর ২০২০ শনিবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি রাউজান উপজেলার চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
সাধারণ সম্পাদক দীপংকর দাশের সঞ্চালনায় ও সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিসিজেএ সহ-সভাপতি মোঃ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, নির্বাহী সদস্য সাইমুম আল মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সনজীব দে বাবু।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিজেএ যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিটু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ ,অমিত দাস, রনি দাস, সুমন গোস্বামী, আবু জাহেদ, রবিউল হোসেন টিপু, বাবুন পাল, মোঃ জহির, হাসান উল্ল্যাহ, মোঃ হারুন, সাখাওয়াত হোসেন টিপু, মোঃ পারভেজ রাহমান, আসাদুজ্জামান লিমন, রনি গোমেজ, আরশাদ আলী, নাজিম উদ্দিন, মো: মুনছুর।
প্রধান আতিথি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন প্রফুল্ল রাখে। করোনা কালীন এ দুর্যোগের সময়েও সাংবাদিকরা তাদের সর্বোচ্চ পেশাদিরাত্ব বজায় রেখে জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পেশাগত দায়িত্বের আশাপাশি নিজেদের মাঝে খেলাধুলার আয়োজন সত্যিই প্রশংসনীয় কাজ। সাংবাদিকরা শত ব্যস্হতার মাঝেও মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করায় ধন্যবাদ জানান। এই ধরণের প্রতিযোগীতা ধারাবাহিকভাবে আয়োজনের জন্য টিসিজেএ কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতায় ক্যারম, দাবা, লুডুসহ ৫টি ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ গ্রহন করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন