বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও পার্বত্য শাস্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে কাপ্তাই হ্রদে মনোয়ম নৌক বাইচ অনুষ্ঠিত হয়।
১৮ ডিসেম্বর ২০২১ শনিবার দুপুরে কাপ্তাইয়ে লেক ভিউ আইল্যান্ডে এই নৌকা বাইচ আনুষ্ঠিত হয়।
রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সহ উচ্চ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই বাইচে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নৌকা নিয়ে হাজির হয় প্রতিযোগিরা। বৈঠার তালে তালে প্রতিযোগিরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বাইচে অংশ নেয়। হ্রদের স্বচ্ছ জলে বৈঠার তালে তালে এগিয়ে যায় প্রতিযোগিরা। আর এসময় হাজারো নারী-পুরুষ করতালির মাধ্যমে তাদের উৎসাহ দেয়। এই নৌকাবাইচকে ঘিরে পাহাড়ি-বাঙালি মিলনমেলা পরিণত হয়।
পাহাড়ি এই জেলার বিভিন্ন স্থান থেকে নৌকা নিয়ে বাইচে যোগ দেন ৩০ টি দল। এতে ছিল নারীদের দলও। নৌ বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।