চট্টগ্রামের পতেঙ্গা এলাকার প্রধন সড়কে একটি লরি থেকে কনটেইনার পড়ে কয়েকজন আহত হয়েছেন। এসময় একজন রিকশাচালক কনটেইনারের নিচে চাপা পড়েছেন বলে জানা গেছে।
বুধবার (১০ মে) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, একটি লরি থেকে কনটেইনার পড়ে কয়েকজন আহত হয়েছেন।
কনটেইনারের নিচে একজন রিকশা চালক চাপা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।